সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, কুমিল্লা 
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৯:২১ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩

কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি ও লালমাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও দু’জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বুধবার (২ জুলাই) দুপুরে এই তিনটি দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার ছবিনগর গ্রামের বাসিন্দা মো. আবুল হাসেম ভুঁইয়া (৬০) মাধাইয়া বাজারের উদ্দেশে রওনা দিয়ে চান্দিনার হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লাগামী ‘রূপালি সুপার সার্ভিস’ নামে একটি দ্রুত গতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম বলেন, ‘‘বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

একই দিন দুপুরে দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। কুড়িগ্রামের মো. বেল্লাল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীকে ঢাকাগামী ‘তিশা পরিবহন’-এর একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা অপর আরোহী গুরুতর আহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী বলেন, ‘‘দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর