গাজীপুরের টঙ্গী ও চান্দনা চৌরাস্তায় বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ জাল নোটসহ দু’জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।
বুধবার (২ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন - বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে রাকিবুল হাসান ও কিশোরগঞ্জের মাজহারুল ইসলাম।
পুলিশ কর্মকর্তারা জানান, গতকাল রাতে টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক এলাকায় চেকপোস্টে এক মোটরসাইকেল চালককে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করা হলে রাকিবুল হাসানের প্যান্টের পকেট থেকে একটি বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি অস্ত্র মামলা দায়ের হয়েছে।
অপরদিকে গোয়েন্দা পুলিশের অভিযানে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে দুই লাখ আটানব্বই হাজার দুইশ টাকা মূল্যমানের জাল নোটসহ মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

