মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার বাশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকাল সাতটার দিকে টাঙ্গাব বাশিয়া বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পাগলা থানা-পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। 


বিজ্ঞাপন


মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পাগলা থানাধীন বাসিয়া-পুডিরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে শাপলা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী নিহত হয়। গতকাল তার মরদেহ উদ্ধার করা হয়। তবে আরিফ ও জোবায়ের নিখোঁজ ছিল।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, উদ্ধার হওয়া দুই শিশুর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর