দেশব্যাপী পরিচালিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অবহেলা এবং কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির অভিযোগে নোয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীনের বিরুদ্ধে কৈফিয়ত তলব করা হয়েছে।
নোয়াখালী জেলা সিভিল সার্জন বিবি মরিয়ম মঙ্গলবার (১ জুলাই) তার সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ওই চিঠিতে দেখা যায়, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে কার্যালয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত না হওয়া, ক্যাম্পেইনের ব্যয়িত অর্থ পরিশোধ না করা এবং এর ফলে সরকারের তিন লাখ পঁচিশ হাজার আটশত টাকা ফেরত যাওয়া।
জানা গেছে, নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও সংশ্লিষ্ট কর্মকর্তার অবহেলার কারণে এর ব্যয়িত অর্থ পরিশোধ করা হয়নি। এর ফলে সরকার কর্তৃক বরাদ্দ করা বিশাল অঙ্কের টাকা অব্যবহৃত অবস্থায় ফেরত গেছে, যা সরকারি কার্যক্রমে চরম অবহেলা বলে বিবেচিত হচ্ছে।
এছাড়াও, অভিযোগ উঠেছে যে ওই কর্মকর্তা প্রায়শই কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকেন এবং নির্দিষ্ট সময়ের আগেই অফিস ত্যাগ করেন। তার এমন দায়িত্বহীন আচরণ নোয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে মনে করা হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই ঘটনাকে সরকারি কাজে অবহেলা এবং সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ওই কর্মকর্তাকে কৈফিয়ত তলব করে একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিতে তাকে এই পত্র জারির ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে সন্তোষজনক জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন মন্তব্য করতে রাজী হননি। তিনি বলেন এ বিষয়ে আমি লিখিত জবাব দিয়েছি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নোয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এমন গুরুত্বপূর্ণ একটি জনস্বাস্থ্য কর্মসূচিতে দায়িত্বে অবহেলা কোনোভাবেই কাম্য নয় এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।
প্রতিনিধি/টিবি

