সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. সাইফুর রহমানের বাবার ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ১০:২৪ পিএম

শেয়ার করুন:

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. সাইফুর রহমানের বাবার ইন্তেকাল

বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের বাবা মাস্টার আব্দুল হক নিজামী সোমবার (৩০ জুন) বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মঙ্গলবার (১ জুলাই) বাদ আছর মিঠানালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯০)।


বিজ্ঞাপন


thumbnail_IMG_20250701_172614

জানা গেছে, মাস্টার আব্দুল হক নিজামী দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে সন্তান, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আরও পড়ুন

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য জামায়াতের দোয়া-আলোচনা

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিকী, কর্ম পরিষদের সূরা সদস্য অধ্যক্ষ নুরুন্নবী, বাংলাদেশ খেলাফত মজলিশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা জাফর উল্লাহ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই থানা জামায়াতের আমির নুরুল কবির, সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামেদী, সেক্রেটারি মাঈন উদ্দিন বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


thumbnail_IMG_20250701_172039

এদিকে অ্যাডভোকেট সাইফুর রহমানের বাবা মাস্টার আব্দুল হক নিজামীর মৃত্যুতে মরহুমের পরিবারের শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর