সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শৈলকুপায় গড়াই নদীতে জেলের জালে ধরা পড়ল শুশুক

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

শৈলকুপায় গড়াই নদীতে জেলের জালে ধরা পড়ল শুশুক

ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদী থেকে জেলের জালে ধরা পড়েছে ডলফিন প্রজাতির একটি শুশুক।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার কাশিনাথপুর-মাজদিয়া এলাকার গড়াই নদীর অংশ থেকে বিপুল বিশ্বাস নামের এক জেলের জালে শুশুকটি ধরা পড়ে। যার আনুমানিক ওজন প্রায় ১০ কেজি। তবে জালে ধরা পড়ার কিছুসময় পরই শুশুকটি মারা যায় বলে দাবি করছেন ওই জেলে।


বিজ্ঞাপন


thumbnail_Jhenaidah_dolphin-sushok_recovered_photo_3

সুবিদ্দাহ গোবিন্দপুর গ্রামের বিমল বিশ্বাসের ছেলে জেলে বিপুল বিশ্বাস জানান, তিনি প্রতিদিনের মতো গড়াই নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। সেই জালে আটকা পড়ে শুশুকটি। প্রথমে মনে করেছিলেন বড় ধরনের কোনো মাছ হবে। জাল তুলে দেখেন এটি শুশুক। জাল থেকে তোলার কিছুক্ষণ পরই শুশুকটি মারা যায়। পরে তিনি শুশুকটি বাড়িতে নিয়ে এসে রেখেছেন। এদিকে সব জায়গায় খবরটি ছড়িয়ে পড়ায় শত শত লোক এটি দেখার জন্য ছুটে আসেন।

আরও পড়ুন

শেরপুরে আবারও বার্মিজ পাইথন উদ্ধার, বনে অবমুক্ত

স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ্ব বয়সী গোবিন্দ চন্দ্র বলেন, বহু বছর আগে গড়াই নদীতে নিয়মিত শুশুক দেখা যেত। তবে এখন একদমই দেখা যায় না। শুশুকটি জালে ধরা পড়ার কিছু সময় পরই মারা যায়।


বিজ্ঞাপন


thumbnail_Jhenaidah_dolphin-sushok_recovered_photo_1

এ বিষয়ে শৈলকূপা উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। সাধারণত এটিকে ডলফিন প্রজাতির শুশুক বলা যেতে পারে। এই প্রজাতিগুলো সাধারণত মিঠাপানিতে বসবাস করে। পদ্মা নদীতে ডলফিন প্রজাতির ওই শুশুকগুলো ভেসে বেড়াতে দেখা যায়। নদীর স্রোতে গড়াই নদীতে শুশুকটি ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর