শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪০

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম

শেয়ার করুন:

অষ্টগ্রামে বিএনপির দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪০

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

thumbnail_1000045161


বিজ্ঞাপন


মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আহমেদের মধ্যে পারিবারিক ও রাজনৈতিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে এ সহিংস সংঘর্ষ ঘটে।

thumbnail_1000045159

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, মঙ্গলবার সকালে কামাল পাশা পক্ষের লোকজন ফরহাদ আহমেদের বাড়ি ‘বাঘাবাড়ি'তে অতর্কিত হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইটপাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। একপর্যায়ে বাঘাবাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


খবর পেয়ে অষ্টগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছু সময় চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বাহিনী।

thumbnail_1000045163

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ঘটনার বিষয়ে বিএনপি নেতা কামাল পাশা জানান, আমি সোমবার ও মঙ্গলবার একটি খেলার মাঠ পরিদর্শনের উদ্দেশে বাঘাবাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ আমার ওপর হামলা চালায়। পরে আমার সমর্থকেরা আমাকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় আমাদের অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

ঘরেই মাদকের কারবার করতেন স্বামী-স্ত্রী, পুলিশের অভিযানে ধরা

অন্যদিকে, ফরহাদ আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি গত দুই দিন ধরে কিশোরগঞ্জে অবস্থান করছি। আমি জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে স্থান পাওয়ায় কামাল পাশা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। মঙ্গলবার সকালে তিনি পরিকল্পিতভাবে শত শত লোক নিয়ে আমাদের বাড়িতে হামলা চালান। এ সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি আমাদের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন।

thumbnail_1000045165

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও কোনো পক্ষেই লিখত অভিযোগ দায়ের করেনি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

thumbnail_1000045167

স্থানীয়ভাবে রাজনৈতিক দ্বন্দ্বের রূপ নেওয়া এ সংঘর্ষে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর