সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাগুরায় জামায়াতের উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

মাগুরায় জামায়াতের উদ্যোগে গণঅভ্যত্থানে শহীদদের কবর জিয়ারত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাগুরায় আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ জুলাই)  সকাল সাড়ে ৭টায় মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের কবরস্থানে ৪ আগস্ট নিহত ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করেন জেলার নেতারা। এরপর পর্যায়ক্রমে মাগুরা সদরের আলাইপুর গ্রামে ঢাকায় নিহত মারুফ বিশ্বাস মিঠু, জগদল গ্রামের রাজু ও জেলার মোহাম্মদপুর উপজেলা ৪ আগস্ট নিহত আহাদ ও সুমনের কবর জিয়ারত করেন জেলা জামায়াতে ইসলামীর  আমির অধ্যাপক এমবি বাকের।


বিজ্ঞাপন


এছাড়া দুই জুলাই জেলার অন্য নিহত পাঁচজনের কবর জিয়ারত করা হয়।

আরও পড়ুন

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য জামায়াতের দোয়া-আলোচনা

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক এমবি বাকের, সাবেক জেলা আমির আব্দুল মতিন নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতারা।

কবর জিয়ারত শেষে মেহেদী হাসান রাব্বি ও মারুফ বিশ্বাস মিঠুর পরিবারের সাথে দেখা করেন নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাগুরার মোট দশজন শহীদ হন। যার মধ্যে ৪ আগস্ট মাগুরা সদর দুইজন ও মোহাম্মদপুর উপজেলাতে দুইজন এবং ঢাকাতে ৬ জন শাহাদাৎ বরণ করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর