সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের বৃক্ষরোপণ কর্মসূচি

জেলা প্রতিনিধি,  রাজশাহী
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণ ও বৃক্ষ উপহার প্রদান কর্মসূচি অব্যাহত রেখেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের নন্দনহাট আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কাঁঠাল, পেয়ারা, জাম, তেঁতুল, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ উপহার প্রদান ও রোপণ করা হয়।


বিজ্ঞাপন


কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পবার হড়গ্রাম ইউনিয়নের ৫ বারের চেয়ারম্যান ও আগামী সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

আরও পড়ুন

বোচাগঞ্জে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসে প্রশাসনের অভিযান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ও আগামী নির্বাচনে পবা উপজেলায় জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা মো. নুরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মোহনপুর উপজেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক এবং জামায়াতে ইসলামীর মৌগাছি ইউনিয়নের আমির বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ আলহাজ মাওলানা মো. সাদেকুল আলম। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।

এ সময় জামায়াতে ইসলামীর মৌগাছি ইউনিয়নের নায়েবে আমির আয়েজ উদ্দিন, ইসলামী আলোচক মাওলানা মাইনুল ইসলাম বেলালী, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য আবু শুআইব আলম সিফাত ও সাব্বির রহমান ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


রাজশাহী মহানগরী ও জেলার উপজেলাগুলোতে ইতোমধ্যে এক হাজার বৃক্ষরোপণ ও স্থানীয়দের উপহার প্রদান করা হয়েছে বলে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংগঠনটি জানিয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর