সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টাঙ্গাইলে নকল সরবরাহের অভিযোগে কলেজ শাখা ছাত্রদল সভাপতি আটক

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে নকল সরবরাহের অভিযোগে কলেজ শাখা ছাত্রদল সভাপতি আটক
আটক মৃদুল হাসান।

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় নকল সরবরাহ করার অভিযোগে মৃদুল হাসান নামে এক কলেজ শাখা ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) উপজেলার শাজাহান সিরাজ কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ। মৃদুল এই কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।


বিজ্ঞাপন


কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি পুলিশ হেফাজতে আছে।

আরও পড়ুন

নেত্রকোনায় শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, পরীক্ষা চলা সময়ে নকল সরবরাহের অভিযোগ একজনকে আটক করা হয়েছে এবং আটক ব্যক্তির থেকে নকলের কাগজপত্র পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বিএনপি নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেন, ইতোমধ্যে অভিযোগের ভিত্তিতে ওই ছেলেকে জেলা ছাত্রদল থেকে শোকজ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর