সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রকৌশলীসহ নিহত ৩: ত্রুটিপূর্ণ আটতলা ভবন নির্মাণের অভিযোগ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

প্রকৌশলীসহ নিহত ৩: ত্রুটিপূর্ণ আটতলা ভবন নির্মাণের অভিযোগ

যশোরের সার্কিট হাউস পাড়ায় ইকবাল মঞ্জিলের একটি আটতলা নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন।

ভবনের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। 


বিজ্ঞাপন


মঙ্গলবার (১ জুলাই) আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুর রহমান (৩৫), কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান মিজান (৪০), ও চাঁপাইনবাবগঞ্জের নুরু (৪৫), যিনি সাব-কন্ট্রাক্টরের কাজ করতেন।

আরও পড়ুন

যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে ২ প্রকৌশলীসহ নিহত ৩

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের ষষ্ঠতলার সানসেটে দাঁড়িয়ে ছিলেন ৩জন। এরপর হঠাৎ সেটি ভেঙে নিচে পরে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান দুই প্রকৌশলী। পরে স্থানীয়রা গুরুতর আহত সাব-কন্ট্রাক্টর নুরু মিয়াকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


FB_IMG_1751353786013

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিন।

বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ম্যানেজার বাবলু রহমান জানান, এই বিল্ডিংয়ের নির্মাণ কাজ ২০১০ সাল থেকে শুরু হয়েছিল। নিহতের মধ্যে দুইজন প্রকৌশলী ও একজন সাব কনট্রাক্টর রয়েছেন। কীভাবে দুর্ঘটনা ঘটলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয়দের দাবি, ভবনের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

IMG-20250701-WA0008

যশোর জেলা যুবদলের আহ্বায়ক তমাল অভিযোগ করেছেন, ভবনটি অত্যন্ত ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করা হচ্ছিল। তার মতে, ভবনের গঠনশৈলী ও  নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণে বিল্ডিংটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে । এই সড়ক দিয়ে সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। এর নির্মাণ কাজ প্রশ্নবিদ্ধ এবং এটি এখনই সিল করে দেওয়া উচিত।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন, সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের সানসেট ভেঙে ৩জন নিহত হয়েছেন।  ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর