সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

জয়পুরহাটে সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ করতে চালু হয়েছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র।

মঙ্গলবার  (১ জুলাই ) বিকেলে সদর উপজেলার বৈরাগী মোড়ে  দুটি  কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। 


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম,সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানসহ প্রমুখ।  

জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম ধাপে জয়পুরহাট  জেলার ৫ টি উপজেলার  ১৮ টি  এই ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে এই সেবা বিস্তারের পরিকল্পনা রয়েছে।

ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যে সব মানুষ তথ্যপ্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এ সেবা হবে বিশেষ সহায়তা।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ, তারা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারছেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ থাকছে না।


বিজ্ঞাপন


উল্লেখ্য, ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর