সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাগুরায় ৪টি মোটরসাইকেল, ১টি ইজিবাইকসহ ৮ চোর গ্রেফতার

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

মাগুরায় ৪টি মোটরসাইকেল, ১টি ইজিবাইকসহ ৮ চোর গ্রেফতার

চোরাই চারটি মোটরসাইকেল এবং একটি ইজিবাইকসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা মাগুরা সদর থানায় এক সংবাদ ব্রিফিংয়ে জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলীর নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত দুইদিনে চোরাই চারটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


1000125875

এসব মোটরসাইকেল এবং ইজিবাইক চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফরিদপুর জেলার কাশিমবাদ গ্রামের সজীব সরকার (২৮), বসুন সিংহদিয়া গ্রামের নূর মোহাম্মদ (৩২), চর বাংরাইল গ্রামের মনোয়ার শেখ (২৩), ঘন শ্যামপুর গ্রামের আসিফ মোল্লা (২২), পরানপুর গ্রামের রাব্বি সিকদার (২১), বাহিরচর গ্রামের আবু হানিফ হিমেল (২১), পাবনা জেলার বাশপাড়া গ্রামের রবিউল ইসলাম (১৬) ও চর মানিকদির গ্রামের আলিম হোসেন (২৩)।

আরও পড়ুন

হাতিয়ায় অস্ত্র-চোরাইমালসহ আটক ৪

উদ্ধার করা মোটরসাইকেলের মধ্যে একটি পালসার ও তিনটি ডিসকভার। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর