কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ রফিক মিয়া (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক রফিক মিয়া একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিক এলাকার চিহ্নিত মাদক কারবারি বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় দীর্ঘ দিন ধরে সে দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে। সোমবার সকালে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট প্যাকেট করা হচ্ছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

