রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কক্সবাজারে অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার
জায়েদ হোসেন ফারুক

কক্সবাজারের উখিয়ায় জায়েদ হোসেন ফারুক (২২) নামের অপহরণকারী চক্রের এক মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও র‍্যাবের পোশাক উদ্ধার করা হয়। 

রোববার রাতে উপজেলার পশ্চিম মরিচ্যা গ্রামে এই অভিযান চালানো হয়। সোমবার (৩০ জুন) দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ বিষয়টি জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম।


বিজ্ঞাপন


র‍্যাব কর্মকর্তা জানান, ১১ জুন রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. হাফিজ উল্লাহকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে অপহৃতের পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা।

 লে. কর্নেল কামরুল ইসলাম জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনার মূলহোতা মো. জায়েদ হোসেন ফারুককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে র‍্যাবের চারটি পোশাক, একটি বিদেশি পিস্তল, দু’টি বন্দুক, দেশি-বিদেশি পিস্তল, বন্দুকের গুলি, র‍্যাবের নকল আইডিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ডাকাত শাহ আলম, সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক সুমন মোল্লাসহ আরও চারজন এই অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর