রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেহেরপুরে ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন

ধর্ষণ মামলায় স্বপন আলী (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখা টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (৩০ জুন) জনাকীর্ণ আদালতে ট্রাইবুনানের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন।


বিজ্ঞাপন


আসামি স্বপন আলী মেহেরপুর গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের এনামুল হকের ছেলে। দণ্ডাদেশের পর তাকে পুলিশি প্রহরায় কারাগারে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

ইবির সমকামী শিক্ষককে চাকরি থেকে অপসারণ

আদালত সূত্রে জানা যায়, আসামি স্বপন আলীর সাথে কুষ্টিয়া দৌলতপুর থানার রাহাতুল ইসলামের মেয়ের প্রেমের সম্পর্কে তৈরি হয়। ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে মাদরাসা পড়ুয়া ওই মেয়েকে গাংনী থানা এলাকায় ডেকে নিয়ে সারাদিন গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে। রাতে আকুবপুর গ্রামের রফিকুল ইসলামের নির্মাণাধীন বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় আশ্রয় নেয়। সেখানে প্রেমিকাকে ধর্ষণ করে তার সাথে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় স্বপন আলী। পরদিন আকুপপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলাম ও স্থানীয়দের সহযোগিতায় মেয়েটিকে নিজ পরিবারে ফেরত পাঠানো হয়। ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর গাংনী থানায় নারী শীর্ষ নির্যাতন দমন আইনে স্বপন আলী ও শাহারুল ইসলামের বিরুদ্ধে মামলা করে মেয়েটির বাবা রাহাতুল ইসলাম। পরে পুলিশ তদন্তে সাহারুল ইসলামের নাম বাদ দেওয়া হয়।

এ মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারা দণ্ডাদেশ দিয়েছে ট্রাইবুনাল। সাথে ২ লাখ টাকা জরিমানা অনাদায় আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. আতাউর রহমান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর