সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের খলিফা পটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে প্রশাসন।

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে মো. সোহরাব হোসেন নামে এক ব্যবসায়ীর গুদাম ঘরে রাখা কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।


বিজ্ঞাপন


জব্দ করা জালের মধ্যে ছিল ৫১টি কারেন্ট জাল ও ৬৩টি চায়না দুয়ারি জাল। এসব জালের বাজারমূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে প্রশাসন। পরে জালগুলো মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

ফাঁদসহ সুন্দরবন থেকে শিকারি দুলাল আটক 

অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী মো. সোহরাব হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার গুদাম ঘরটি সিলগালা করে দেওয়া হয়।


বিজ্ঞাপন


thumbnail_1000092254

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, দেশীয় মাছ, মা মাছ ও পোনা মাছ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে। নিষিদ্ধ জাল ব্যবসায় জড়িত কেউই ছাড় পাবে না।

স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর