জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মোহদীপুর স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল থেকে বন্দরটিতে আবারও শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। এতে বন্দরে ফিরেছে কর্মব্যস্ততা।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (২৮ জুন) সকাল থেকে শুরু হওয়া এ শাটডাউনের ফলে স্থলবন্দরের উভয় পাশে বহু পণ্যবাহী ট্রাক আটকে ছিল। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানি-রফতানিকারক ও ব্যবসায়ীরা। লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন ছিল হাজার হাজার শ্রমিক।
আমদানি-রফতানিকারক ও বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত দুই দিনের কর্মবিরতিতে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ছয় কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার।
সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান জানিয়েছেন,‘ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এবং সরকারের হস্তক্ষেপের পরই গতকাল রাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। ফলে আজকে থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে সোনামসজিদ স্থল বন্দরে। তিনি আরও জানান, দুপুর পর্যন্ত (১ টা পর্যন্ত) পাথরসহ ১২৩ গাড়ি পণ্য আমদানি এবং ৩২ ট্রাক পণ্য রফতানি হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ও কর্মবিরতির ডাক দেয়। এই কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার (২৮ জুন) সকাল থেকে রোববার পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। যার প্রভাব পড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে। এতে আমদানি-রফতানি কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা।
বিজ্ঞাপন
তবে কর্মবিরতি চলাকালেও সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।
প্রতিনিধি/ এমইউ

