সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ 

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ 
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ 

সুনামগঞ্জ সদর উপজেলা সীমান্তের রঙ্গারচর এলাকা থেকে সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি।

সোমবার (৩০ জুন) ভোররাতে এসব পণ্য জব্দ করা হয়।


বিজ্ঞাপন


সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী ও ২০১২০ পিস চকলেট আটক করে। যার সর্বমোট আনুমানিক মূল্য পাঁচ কোটি চুয়ান্ন লাখ একাত্তর হাজার পাঁচশ বিশ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন - সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহদী হাসান, বিজিডিও-১৫ সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, দুই পুলিশ সদস্য ও ১৬ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ২০ জন।

এ ব্যাপারে সুনামগঞ্জ বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

উল্লেখ্য, গত এক মাসে সুনামগঞ্জ ব্যাটালিয়ন প্রায় ১৫ কোটি টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটক করে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর