সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শ্যালকের হাতে দুলাভাই খুন, জনতার হাতে শ্যালক আটক

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

শ্যালকের হাতে দুলাভাই খুন, জনতার হাতে শ্যালক আটক

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের চাকুর আঘাতে দুলাভাই সহিফুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ওই ঘটনার পর শ্যালক পালানোর সময় জনতা তাকে আটক করেছেন।

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামে ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক শ্যালককে জনতার হাত থেকে উদ্ধার করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।


বিজ্ঞাপন


Joypurhat_Madar_Pic_1

ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নিহত দুলাভাই সহিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপসোন গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। আর ঘাতক শ্যালক জুয়েল রানা (৩২) পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামের জলিল হোসেনের ছেলে। তারা দু’জন সম্পর্কে শ্যালক-দুলাভাই। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

আরও পড়ুন

ঘুষ-দুর্নীতিতে অভিযুক্ত আক্কেলপুর থানার সেই ওসি এখন এসআই

তিনি জানান, ঘাতক জুয়েলের বাবা আবুল কাশেম পারিবারিক বিষয়ে আজ সকালে তার তিন জামাই ও ছেলেকে নিয়ে নিজ বাড়িতে ঘরোয়া বৈঠকে বসেন। সেখানে ছেলে জুয়েলের চিকিৎসার বিষয়ে আলোচনার একপর্যায়ে জুয়েলকে মাদক পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে সবার সামনে তার দুলাভাইকে গালিগালাজ করতে থাকে। জুয়েল বাড়ির বাইরে আসতে চাইলে তিন দুলাভাই তাকে বাধা দেন। এতে সে ক্ষিপ্ত হয়ে দৌড়ে ঘরের ভেতরে গেলে তখন তার দুলাভাইরাও ঘরে যান। এ সময় জুয়েল হাতে একটি চাকু নিয়ে ঘরের ভেতরেই সবার সামনেই তার দুলাভাই সহিফুল ইসলামকে বগলের নিচে আঘাত করে। সাথে সাথে তিনি মাটিতে পড়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Joypurhat_Madar_Pic_2

এ ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ওই বাড়িতে জড়ো হতে থাকেন। একপর্যায়ে জনগণ উত্তেজিত হয়ে জুয়েলকে খুঁজতে থাকে। এরপর জুয়েল পালানোর সময় মাঠ থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। ঘটনার পর ঘাতক জুয়েলকে জনতার হাত থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর