সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় ডেঙ্গুতে আরও ৭৭ জন আক্রান্ত, একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

বরগুনায় ডেঙ্গুতে আরও ৭৭ জন আক্রান্ত, একজনের মৃত্যু

বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জন আক্রান্ত হয়েছেন। এতে করে চলতি বছরে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩২ জনে। নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫ জন, বেতাগী উপজেলায় ১ জন, পাথরঘাটা উপজেলায় ৫ জন এবং তালতলী ও আমতলী উপজেলায় ৩ জন করে আক্রান্ত হয়েছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৩

মৃত্যুবরণকারী রোগীর নাম নেছার উদ্দিন (৬০), তিনি বেতাগী উপজেলার বাসিন্দা। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন। তাদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭০ জন, আমতলীতে ১২ জন, বেতাগীতে ১ জন, বামনায় ১৭ জন, পাথরঘাটায় ১০ জন এবং তালতলীতে চিকিৎসাধীন ১২ জন।

dengue_20250624_180912490


বিজ্ঞাপন


উপজেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বরগুনা সদর উপজেলায় সর্বোচ্চ ২ হাজার ৬৫৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া পাথরঘাটায় ১১৮ জন, বামনায় ৬৮ জন, আমতলীতে ৩০ জন, তালতলীতে ৩১ জন এবং বেতাগীতে ২৮ জন আক্রান্ত হয়েছেন।

মোট মৃত্যুর মধ্যে বরগুনা সদর উপজেলার ২৩ জন, পাথরঘাটা উপজেলার একজন এবং বেতাগী উপজেলার দুইজন রয়েছেন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ জানান, দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের এই ঊর্ধ্বগতি খুবই উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনই সবাইকে সতর্ক হতে হবে। একইসাথে এলাকাভিত্তিক মশক নিধন ও পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর