সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে দেশি অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর 
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে দেশি অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. আলী হোসেন (৩৮) নামে মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞাপন


চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল ইসলাম খান বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ জুন)  দিনগত রাত ১২টার দিকে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের পাঁচানি নেদামদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় অস্ত্র, দুটি ছুরি উদ্ধার করা হয়।

জব্দকৃত দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর