রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোবিপ্রবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পাভেল শিকদার আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, গোবিপ্রবি
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ১১:০৬ এএম

শেয়ার করুন:

গোবিপ্রবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পাভেল শিকদার আটক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা পাভেল শিকদারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

রোববার (২৯ জুন) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষা  বাহিনী তাকে গ্রেফতার করেন।


বিজ্ঞাপন


ইতিপূর্বে তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে এক সমন্নয়ককে মেরে হাত ভেঙ্গে দেওয়া, আন্দোলনে অংশগ্রহণ করা একা নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া, আন্দোলনের নিউজ করায় ক্যাম্পাসের এক সাংবাদিকের ফোন কেড়ে নেওয়াসহ বিভিন্ন সময় শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গোপালগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, এবিষয়ে আমার জানা নাই। ডিবির সঙ্গে কথা বলেন।

সদর থানার এসপি মিজানুর রহমান বলেন, তাকে আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে বালুর মাঠ থেকে আটক করি। তাকে গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর মামলায় আটক দেখানো হয়েছে। আগামীকাল (সোমবার) তাকে কোর্টে উঠানো হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর