পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে অতিরিক্ত মদপানে শাজিদুল ইসলাম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে অসুস্থ অবস্থায় কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিজ্ঞাপন
মৃত শাজিদুল নেত্রকোনা জেলার গোড়াগাও গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। সে নারায়ণগঞ্জের একটি খাবার হোটেল কাজ করতেন।
মহিপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাজিদুল ও তার বন্ধু হাবিব গত শুক্রবার (২৭ জুন) নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। ওই রাতেই শাজিদুল অতিরিক্ত মদপান করেন। শনিবার (২৮ জুন) সকালে তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেও তার অবস্থার উন্নতি হয়নি। পরে রোববার সকাল আটটার দিকে শাজিদুলকে কুয়াকাটা হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তারা সেখানে না গিয়ে পুনরায় হোটেলে ফেরেন। এরপর বেলা ১১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আবারও একই হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাজিদুলকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

