নড়াইলের কালিয়া উপজেলায় নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করায় বক্তব্য নিতে গেলে সাংবাদিক মো. বাবর আলীকে (৩০) গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে উপজেলার ১৩ নম্বর বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের বিরুদ্ধে।
রোববার (২৯ জুন) সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. বাবর আলী বাদী হয়ে কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
বিজ্ঞাপন
ভুক্তভোগী সাংবাদিক মো.বাবর আলী উপজেলার জয়পুর গ্রামের মো. তারা মিয়াা মোল্যার ছেলে। তিনি বাংলাভিশন ডিজিটালের নড়াইল জেলা এবং খুলনা থেকে প্রকাশিত দৈনিক ভয়েস অব টাইগারের কালিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
সাংবাদিক মো.বাবর আলী অভিযোগ করে বলেন, রোববার সকালে উপজেলা বিলদুরিয়া গ্রাম থেকে কয়েকজন ব্যক্তি নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরির বিষয় আমাকে জানান। আমি ও আমার একজন সহকর্মীসহ সরেজমিনে গিয়ে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করার সত্যতা পাই। পরবর্তীতে বেলা সাড়ে ১২ টার দিকে রাস্তার ঠিকাদার ও ঐ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের কাছে মুঠোফোনে কাজের অনিয়মের বিষয়ে জানতে মুঠোফোনে কল দিলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দেন। যেটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিক বাবর আলী বাদী হয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

