বাজছে বিয়ের সানাই। বর আসতে বাকি মাত্র ঘণ্টাখানেক। ঠিক তখনই পুলিশের সহায়তায় কনের বাড়িতে হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুহূর্তেই পড়ে গেল হইচই। শুরু হয় দৌড়াদৌড়ি। এ সময় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লামিয়া আক্তার।
রোববার (২৯ জুন) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে ঘটে এই ঘটনা।
বিজ্ঞাপন
ভুক্তভোগী লামিয়া আক্তার (১৪) একই গ্রামের রেজাউল আকনের মেয়ে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে পাশের চর আলীপুর গ্রামের এক যুবকের বিয়ে ঠিক করে মেয়েটির পরিবার। এ ধরনের খবরে থানা পুলিশের সহায়তায় সেখানে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে লামিয়ার জন্মনিবন্ধন পরীক্ষা-নিরীক্ষা করে বয়স ১৪ বছর বলে নিশ্চিত হন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কনের পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে ভয়ে বিয়ে বাড়িতে আর আসেনি বরপক্ষও। এদিকে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় শিক্ষার্থীর ফুফা হালান সরদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদারীপুরের কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম জানান, বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের পরিবার সমান অপরাধ করেছে। বরপক্ষকে না পাওয়ায় আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে মেয়েটির পরিবার মুচলেকা দেওয়ায় আর্থিক জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

