সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা 

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা 

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনায় আটজনকে আসামি করে মামলা করেছে নিহতের ভাই। 

শনিবার (২৮ জুন) নিহত ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের ভাই ও নিহত মুকুল বেগমের স্বামী মতুর্জা হাওলাদার বাদী হয়ে ছয়জনকে জ্ঞাত ও দু’জনকে অজ্ঞাত আসামি করে ইন্দুরকানী থানায় শনিবার (২৮ জুন) দুপুরে একটি হত্যা মামলা করেন। 


বিজ্ঞাপন


মামলার আসামিরা হলেন - উপজেলার পশ্চিম চরবলেশ্বর গ্রামের ইউনুস আলী শেখ (৩৫), রফিকুল ইসলাম শেখ (৫০), লিটন হাওলাদার (৪০), রফিকুল ইসলাম হাওলাদার (৪৫), শাহজামাল শেখ (৩৮) ও শহিদুল শেখ (৪৫)। এ ঘটনায় রফিকুল ইসলাম শেখ নামে দ্বিতীয় আসামিকে আটক করেছে পুলিশ। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৭ জুন) রাত ১১টার দিকে ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হাওলাদার (৫০)-কে সৌদি প্রবাসী ইউনুস হাওলাদারের নেতৃত্বে ৫-৬ জন লোক অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এ সময় তার ডাক-চিৎকারে স্ত্রী রেহেনা বেগম (৪২) ও বড় ভাইয়ের স্ত্রী মুকুল বেগম (৪৫) তাকে বাঁচাতে গেলে তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় ইউপি সদস্য শহিদুল ইসলাম ও ভাবি মুকুল বেগম ঘটনাস্থলেই মারা যায় এবং স্ত্রী রেহেনা বেগম গুরুতর আহত হন। গুরুতর আহত রেহেনা বেগম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, ইউপি সদস্য ও তার ভাবিকে হত্যার ঘটনায় একটি মামলা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরকেও গ্রেফতারের জন্য আমাদের ৪/৫টি টিমের অভিযান অব্যাহত রয়েছে।  

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর