সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বলিপাড়ায় ২৭০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ দিল বিজিবি

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

বলিপাড়ায় ২৭০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ দিল বিজিবি

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া জোনের (৩৮ বিজিবি) মানবিক উদ্যোগে বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ জুন) বিজিবির বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া জোনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে খাতা, কলম, পেনসিল, ইরেজার ও চকলেটসহ বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণের পাশাপাশি জাতীয় পতাকাও তুলে দেন।

thumbnail_IMG-20250629-WA0005

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার তার বক্তব্যে বলেন, সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়বে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপের ভর্তি শুরু

তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। বিজিবির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। জোন কমান্ডার তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন।

বিজিবির এ উদ্যোগে স্থানীয় জনসাধারণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর