নাটোরের নলডাঙ্গা উপজেলায় স্ত্রী তালাক দেওয়ায় প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করলেন শাকিল মণ্ডল (৩২) নামে এক যুবক।
রোববার (২৯ জুন) দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শাকিল মণ্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মণ্ডলের ছেলে ও মাধনগর বাজারের চা দোকানি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ বছর আগে চা দোকানি শাকিল মণ্ডল উপজেলার পূর্ব মাধনগর এলাকার আঙ্গুরি নামে এক তরুণীকে ভালোবেসে বিয়ে করেন তিনি। দীর্ঘ এত বছরের সংসারে তাদের মধ্য মনোমালিন্য ও অশান্তি লেগে থাকত। মাঝেমধ্যে স্ত্রী ও শাশুড়ি তাকে মানসিকভাবে নির্যাতন করতেন। এরই এক পর্যায়ে স্ত্রী আঙ্গুরি গত ১ জুন স্বামী শাকিল মণ্ডলকে তালাক দেন। তালাক দেওয়ায় মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ায় প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে প্রতিবাদ জানান তিনি।
![]()
বিজ্ঞাপন
তালাকপ্রাপ্ত প্রাপ্ত শাকিল মণ্ডল বলেন, ১৪ বছর আগে তাকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। কখনও ভাবিনি সে আমাকে তালাক দেবে। আমি মানসিক যন্ত্রণা থেকে মধু দিয়ে গোসল করেছি।
প্রতিনিধি/এসএস

