১২৭ জাতের আমসহ বিভিন্ন ফল নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপি জাতীয় ফল মেলা শুরু হয়েছে।
![]()
বিজ্ঞাপন
রোববার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে এই ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
![]()
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে ফল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
![]()
মেলায় ১২৭ জাতের আমসহ বিভিন্ন ফল স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ১ জুলাই মঙ্গলবার পর্যন্ত।
প্রতিনিধি/এসএস

