সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথবাহিনী

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথবাহিনী

চলতি বছর চাঁদপুর জেলার আট উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫২ কেন্দ্রে অংশ নিয়েছে ১৭ হাজার ৮৮২ জন শিক্ষার্থী। এসব পরীক্ষা কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে যৌথবাহিনী।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে যৌথবাহিনীর দায়িত্ব পালনের বিষয়ে জানানো হয়।


বিজ্ঞাপন


চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন সদর ক্যাম্প থেকে সদর ও মতলব দক্ষিণ উপজেলা, হাজীগঞ্জ ক্যাম্প হতে হাজীগঞ্জ ও কচুয়া এবং ফরিদগঞ্জ ক্যাম্প হতে ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনী দায়িত্ব পালন করেন।

অবৈধ কার্যক্রম দমন ও আইনের শাসন সমুন্নত রাখার জন্য সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে জানা গেছে, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ২৪০ জন। পরীক্ষায় অনুপস্থিত রয়েছে ৩৫৮ জন। এর মধ্যে মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ১২১ জন এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে অনুপস্থিত ছিল ২৩৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ১৭ হাজার ৮৮২ জন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর