চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি এবং বিস্ফোরণের ঘটনায় মামলার আসামি জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (২৯ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলি আদালতে তাকে হাজির করা হয়। সেখানে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ইয়াসিন আরাফাত।
বিজ্ঞাপন
সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তা মো. বাহার মিয়া।
তিনি বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তখন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু বলেন, নাছির উদ্দিন আহমেদ কোনো মামলায় এজহারনামীয় আসামি না। গত ২ জুন রাজধানীর শান্তিনগর এলাকায় মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়। এরপর আনা হয় চাঁদপুরে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

