সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাপে কাটা কৃষকের কাঁচির কোপে প্রাণ গেল রাসেলস ভাইপারের

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

সাপে কাটা কৃষকের কাঁচির কোপে প্রাণ গেল রাসেলস ভাইপারের
নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কৃষক আজিজুল হক পাইক

শরীয়তপুরের ভেদরগঞ্জে জমিতে ঘাস কাটতে গিয়ে আজিজুল হক পাইক (৬৫) নামের এক কৃষক সাপের দংশনের শিকার হয়েছেন। কামড় দেওয়ার পর তিনি রাসেলস ভাইপারটিকে কাঁচি দিয়ে আঘাত করে মেরে ফেলেন। পরে মৃত সাপটি পলিথিনে ভরে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে আসেন।

রোববার (২৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক। 


বিজ্ঞাপন


এর আগে শনিবার বিকেলে সখিপুর চরভাগা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজিজুল হক পাইক শনিবার বিকেলে মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় তার হাতে একটি রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। পরে তিনি সঙ্গে থাকা কাঁচি দিয়ে আঘাত করে দ্রুত সাপটিকে দেহ থেকে আলাদা করে ফেলেন। এরপর পলিথিনে ভরে সাপটি নিয়ে দ্রুত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ছুটে আসেন। চিকিৎসকের চিকিৎসায় বর্তমানে তিনি শংকামুক্ত রয়েছেন।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন, এক ব্যক্তি শনিবার সন্ধ্যায় রাসেল ভাইপার সাপ নিয়ে আসেন। তাকে ওই সাপটি কেটেছে বলে জানান। পরবর্তীতে তাকে চিকিৎসা দেওয়া হয়। তিনি আমাদের পর্যবেক্ষণে আছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর