মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কমপ্লিট শাটডাউনে বন্ধ আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

কমপ্লিট শাটডাউনে বন্ধ আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে। সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে কর্মবিরতি চলছে। যার প্রভাব পড়েছে দেশের অন্যতম রফতানিমুখী আখাউড়া স্থলবন্দরে।

রোববার (২৯ জুন) এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। গত শুক্রবার রাজস্ব কর্মকর্তাদের স্বাক্ষরিত বিল অব এক্সপোর্ট দিয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২৩টি ট্রাকে করে ৯২ টন মাছ এবং তিনটি ট্রাকে করে ৬২ টন ময়দা ভারতে রফতানি করা হয়েছিল।


বিজ্ঞাপন


thumbnail_IMG_20250629_12130559

বন্দরের এই অচল অবস্থার কারণে রোববার নতুন করে কোনো পণ্য আনেননি ব্যবসায়ীরা। এতে করে সরকার একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের সংহতি সমাবেশ

বন্দরের ব্যবসায়ীরা জানান, রাজস্ব কর্মকর্তারা শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের বিষয়ে আগে থেকেই ব্যবসায়ীদের অবগত করেছিলেন। যে কারণে ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে পণ্য রপ্তানির জন্য কোন মালামাল আনেন নি। এতে করে রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এই কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।


বিজ্ঞাপন


thumbnail_IMG_20250629_12125507

আখাউড়া আমদানি-রফতানিকারক সিঅ্যান্ডএফ অ্যাসসিয়শনের সভাপতি নিছার উদ্দিন ভূইয়া বলেন, শাটডাউনের পণ্য রফতানি একেবারে বন্ধ রয়েছে। এতে আমাদের সব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দ্রুত সমস্যা সমাধান করে বন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হউক।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কর্মসূচির আওতামুক্ত হওয়ায় যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। কোন পণ্য রপ্তানির জন্য বিল অব এক্সপোর্ট আসেনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর