ভারতে যাওয়ার সময় নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি উপজেলার আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুজজামান জোসেফকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (২৯ জুন) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
তার নামে একাধিক মামলা রয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আটক নেতা নেত্রকোনার খলিয়াজুড়ির সিদ্দিকুর রহমানের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, পূর্ব থেকে ইমিগ্রেশনে খবর ছিল যে নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি উপজেলার আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুজজামান জোসেফ ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে ১১টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক আসামিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। নেত্রকোনা থানায় তার নামে মামলা রয়েছে। তাই তাকে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

