কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মেজর সিনহা চত্বরের পাশে মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. পাতভেজ মোশারফ (১৯) পেকুয়া উপজেলার মগনামার বাসিন্দা আবুল ফয়েজের ছেলে। পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি ও মটর সাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে। পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। সাথে তার বন্ধু সাঈদী নামের একজন গুরুতর আহত হয়েছেন। সে চকরিয়ার ধোয়াখালীর বাসিন্দা।
এঘটনায় সিএনজিতে থাকা আরও ৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর নিহত এবং আহতরা বেশকিছু সময় ঘটনাস্থলে পড়েছিলো৷ পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে যায়। এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, বৃষ্টির সময় মেরিন ড্রাইভ একেবারে পিচ্ছিল হয়ে যায়। এসময় সাবধানে গাড়ি চালানো উচিত। না হলে বড় ধরনের বিপদ ঘটতে সময় লাগে না। বেপরোয়া গতির কারণে প্রতিনিতই মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনা ঘটে আসছে।
বিজ্ঞাপন
টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে। পরে তাকে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে

