গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত তেহিম মাতবরের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।
শনিবার (২৮ জুন) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
চলছে নানা আলোচনা, সমালোচনা। অস্ত্রের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, ওই কিশোর গ্যাং কে খোঁজা হচ্ছে। তাকে পেলে বিস্তারিত জানা যাবে।
তেহিম মাতবর শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান মাতবর ওরফে জামাল ডাক্তারের ছেলে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি বহুতল ভবনের ছাদে ফুলহাতা কালো শার্ট পরা এক তরুণ ডান হাতে একটি পিস্তল উঁচিয়ে আকাশের দিকে গুলি ছুড়ছেন। ভিডিওর পর থেকে নানা ধরনের অভিযোগ আসতে থাকে তার বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, তেহিম দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নিয়মিত ঘটে আসছে। গার্মেন্টস কেন্দ্রিক এই এলাকায় দূরদূরান্ত থেকে আসা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভয়ে কেউ তেহিমের বিরুদ্ধে মুখ খুলতেন না। তেহিমের গুলি ছোড়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে সাহস করে নির্যাতনের স্মৃতি তুলে ধরছেন।
বিজ্ঞাপন
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গাজী ইসমাইল সাংবাদিকদের বলেন, তেহিম এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত। তিনি কাউকে তোয়াক্কা করেন না। তার গুলি ছোড়ার ভিডিও আমি নিজে দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষায় তাকে দ্রুত গ্রেফতার করা জরুরি।
শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, ঘটনার পরপরই বিষয়টি আমাদের নজরে আসে। অভিযুক্তকে খোঁজা হচ্ছে। তাকে পেলে বিস্তারিত জানা যাবে।ইতোমধ্যে পুলিশের একাধিক সিভিল টিম অভিযানে নেমেছে। ভিডিওর সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে

