গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মৃত শিশুরা হলো - টঙ্গীর এরশাদনগর এলাকার মফিজ মিয়ার ছেলে আবু রায়হান (১২) এবং একই এলাকার তোফায়েলের ছেলে ওসমান গনি (১১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এরশাদনগর গোদারাঘাট এলাকায় কয়েকজন শিশু ফুটবল খেলছিল। খেলতে গিয়ে ফুটবলটি পুকুরে পড়ে যায়। তখন শিশু আবু রায়হান ফুটবলটি আনতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় অপর শিশু ওসমান গনি তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

