সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিক্ষার্থীদের তোপের মুখে আওয়ামীপন্থি শিক্ষকদের সিনেট অধিবেশন ত্যাগ

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থীদের তোপের মুখে আওয়ামীপন্থি শিক্ষকদের সিনেট অধিবেশন ত্যাগ

শিক্ষার্থীদের তোপের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪২তম বার্ষিক সিনেট অধিবেশন শুরুর আগ মুহূর্তে আওয়ামীপন্থি তিন শিক্ষক অধিবেশন হল ত্যাগ করেন।

শনিবার (২৮ জুন) দুপুর সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হল থেকে তারা বের হয়ে যান।


বিজ্ঞাপন


175291_139

ওই তিন শিক্ষক হলেন- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. শফিক-উর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস। তারা সবাই ক্যাম্পাসে আওয়ামীপন্থি শিক্ষক বলে পরিচিত। এদের মধ্যে অধ্যাপক মো. শফিক-উর রহমানের বিরুদ্ধে জুলাই আন্দোলনে সরাসরি মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

রাবির কলা অনুষদে শিক্ষক নিয়োগে বাধা নেই, আপিল বিভাগ

WhatsApp-Image-2025-06-28-at-5.37.29-PM-660x330


বিজ্ঞাপন


এর আগে, সিনেটে যোগ দিতে আওয়ামী লীগ নেতা ও আওয়ামীপন্থি শিক্ষকদের দাওয়াত দেয় জাবি প্রশাসন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। এরমধ্যে শনিবার দুপুরে সিনেট অধিবেশনে যোগ দিতে ওই তিন শিক্ষক সিনেট হলে প্রবেশ করেন।

ju

এর আগে দুপুর আড়াইটা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদল, ছাত্রশিবির ও বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী সিনেট ভবনের নিচে অবস্থান নেন। এ সময় তারা ‘আওয়ামী লীগের ঠিকানা এই সিনেটে হবে না’, ‘আওয়ামী লীগের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন এবং দেয়ালে বিভিন্ন লেখা সম্বলিত পোস্টার সাটিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে সিনেট হলে আওয়ামীপন্থি ওই তিনজন শিক্ষক রয়েছেন এমন খবর পেয়ে তারা সিনেট হলের ফটকের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করলে দুপুর সাড়ে তিনটার দিকে একে একে ওই তিন শিক্ষক বের হয়ে যান। এ সময় বিক্ষোভকারীরা তাদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর