রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ৫০ কেজির বিশাল দানবাকৃতির বাগাড় মাছটি ৮০ হাজার টাকায় বিক্রি করেছেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মাছটি ঢাকার একজন ব্যবসায়ী কিনে আনেন।
বিজ্ঞাপন
এর আগে বিকেল ৩টার দিকে পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলে সিদ্দিকুর রহমানের জালে ধরা পড়ে ৫০ কেজি ওজনের বিশাল বাগাড় মাছটি।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রকাশ্য নিলামে এক হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৭৭ হাজার ৫০০ টাকায় বাগাড় মাছটি কেনেন। পরে মোবাইল ফোনে যোগাযোগের ভিত্তিতে রাজধানী ঢাকায় একজন ব্যবসায়ীর কাছে প্রতি কেজি এক হাজার ৬০০ টাকায় মোট ৮০ হাজার টাকায় বিক্রি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে সিদ্দিকুর রহমান তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। তারা নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে বিকেল ৩টার দিকে জালে একটি বড় বাগাড় মাছ আটকা পড়ে। সেটা বিক্রির জন্য তিনি দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে যান। সেখানে রেজাউলের আড়তে উন্মুক্ত নিলামে এক হাজার ৫৫০ টাকা কেজি দরে ৭৭ হাজার ৫০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।
উল্লেখ্য, বাগাড় মাছ, যা দানব বাঘাইড় নামেও পরিচিত, বাংলাদেশের একটি মহাবিপন্ন প্রজাতির মাছ। এটি একটি বিশালাকৃতির মাছ, যা সাধারণত দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন ২০০ পাউন্ডের বেশি হতে পারে। এই মাছটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর অধীনে সংরক্ষিত এবং এর শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

