সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চলতি বছরে ডেঙ্গুতে বরিশালে ১২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

চলতি বছরে ডেঙ্গুতে বরিশালে ১২ জনের মৃত্যু

চলতি বছরে বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মারা গেছেন।

এরমধ্যে শনিবার (২৮ জুন) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ বছর ৯ মাস বয়সী শিশু তোহা মারা গেছেন।


বিজ্ঞাপন


মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন পটুয়াখালীর, বরগুনায় ৬ জন, শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫ জন।

স্বাস্থ্য বিভাগে তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১৪১ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছে।

Dengue_20250623_175013110

এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১০ জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২০ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, ভোলা সদর হাসপাতালে ৩ জন, পিরোজপুরে ৯, বরগুনায় ৬৮ জন ভর্তি হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৬২

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় কেউ আক্রান্ত হয়নি। একই সময়ে ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২১ জন। চলতি বছর বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৪৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯৮০ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সরকারি হাসপাতালে যত রোগী ভর্তি হয়েছে তার চেয়েও প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ভর্তি হওয়াসহ অনেক রোগী বাসা বাড়িতেও চিকিৎসা নিয়ে থাকে। সেই সংখ্যা আমাদের কাছে নেই। সেই সংখ্যা থাকলে সবাই বুঝতো ডেঙ্গু কত ভয়াবহ আকার ধারণ করেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর