সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পদ্মার ৫০ কেজির বাগাড় ৭৭ হাজার টাকায় বিক্রি

জেলা প্রতিনিধি, রাজবাড়ী 
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

পদ্মার ৫০ কেজির বাগাড় ৭৭ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ৫০ কেজি ওজনের বড় দানব আকৃতির একটি বাগাড় মাছ।

শনিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলে সিদ্দিকুর রহমানের জালে ধরা পড়ে মাছটি।


বিজ্ঞাপন


দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা নিলামে এক হাজার ৫৫০ টাকা কেজি দরে তার কাছ থেকে মাছটি কিনে নেন ৭৭ হাজার ৫০০ টাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে সিদ্দিকুর রহমান তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। তারা নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে বিকেল ৩টার দিকে জালে একটি বড় বাগাড় মাছ আটকা পড়ে। সেটা বিক্রির জন্য তিনি দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে যান। সেখানে রেজাউলের আড়তে উন্মুক্ত নিলামে এক হাজার ৫৫০ টাকা কেজি দরে ৭৭ হাজার ৫০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, বড় বাগাড় মাছটি নিলামে উঠলে আমি ৭৭ হাজার ৫০০ টাকা দিয়ে ক্রয় করি। মাছটি আমার আড়ত ঘরে এনে ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রেখেছি। এটি বিক্রির জন্য এখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেওয়া হয়েছে ভিডিও। কেজি প্রতি অল্প কিছু টাকা লাভ হলেই মাছটি বিক্রি করে দিব।

উল্লেখ্য, বাগাড় মাছ, যা দানব বাঘাইড় নামেও পরিচিত, বাংলাদেশের একটি মহাবিপন্ন প্রজাতির মাছ। এটি একটি বিশালাকৃতির মাছ, যা সাধারণত দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন ২০০ পাউন্ডের বেশি হতে পারে। এই মাছটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর অধীনে সংরক্ষিত এবং এর শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর