সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদাবাজির বিরুদ্ধে দৃষ্টি প্রতিবন্ধীদের বিক্ষোভ 

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা) 
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

চাঁদাবাজির বিরুদ্ধে দৃষ্টি প্রতিবন্ধীদের বিক্ষোভ 

ঢাকার সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। 

শনিবার (২৮ জুন) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটের সামনে সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়। 


বিজ্ঞাপন


এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যারা চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, ৫ আগস্টের পর তারাই ভোল পাল্টে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব অবৈধ কার্যক্রমের প্রতিবাদ করায় - তারা হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা। 

এসব চিহ্নিত চাঁদাবাজদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তারা। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর