সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: বিসিবি সভাপতি

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘রংপুরের স্বনামধন্য ক্রিকেটাররা আগেও জাতীয় দলে অবদান রেখেছে এবং এখনো তারা সক্রিয়ভাবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে আমরা কাজ করছি।’

শনিবার (২৮ জুন) সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট অঙ্গন বর্তমানে অনেক সমৃদ্ধ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই আমাদের র‍্যাঙ্কিং অনেক উন্নত। শীর্ষ পর্যায়ে অবস্থান করাও এখন শুধু সময়ের ব্যাপার। আগামী দিনের ক্রিকেটারদের মানোন্নয়নের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্যই আমাদের এই বিভাগীয় সফর।’

তিনি আরও বলেন, ‘আমরা খেলার মাঠ, স্টেডিয়াম, প্র্যাকটিস পিচ এবং সর্বোপরি ক্রিকেট দর্শকের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছি। অঞ্চলভিত্তিক খেলা ও ‘হান্ট প্রতিযোগিতা’র মাধ্যমে নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা হবে। যেসব মাঠ বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেগুলোকে খেলার আওতায় আনতে সারা দেশে ১০০টি নতুন ক্রিকেট পিচ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

রংপুর বিভাগে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং প্রিমিয়ার লিগ আয়োজনের জন্য এই অঞ্চলকে ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিসিবির পরিকল্পনার মধ্যে রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হাসান সামি, বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা, সাবেক ক্রিকেটার নাসির হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা এবং জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ফারহান তানভীর প্রমুখ।


বিজ্ঞাপন


পরে বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন এবং অনূর্ধ্ব-১২ ক্রিকেট ফেস্টিভ্যালে ‘সিক্স-এ-সাইড’ প্রতিযোগিতার টস করেন।

উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল— পেস চ্যালেঞ্জ (বোলারদের গতি পরিমাপ), ক্রিকেট মেন্টরিং (অভিভাবকদের জন্য বেসিক ক্রিকেট কোচিং), কমেন্ট্রি স্কিল (ধারাভাষ্য প্রদানের সুযোগ), হিট দ্য স্টাম্প (স্টাম্পে সরাসরি আঘাতের খেলা), আর্ট কম্পিটিশন (ছবি আঁকার প্রতিযোগিতা), এবং উইশ ফর বাংলাদেশ টিম (বিশেষ বোর্ডে বাংলাদেশ দলকে শুভকামনা জানানো)।

cu

উৎসবে ক্রিকেট, শিক্ষা, কুইজ এবং ফ্যানদের অংশগ্রহণে নানা আকর্ষণীয় কার্যক্রমের আয়োজন ছিল। অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়ামোদীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর