সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই মাসের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন পাষণ্ড বাবা

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০৯:০৩ এএম

শেয়ার করুন:

দুই মাসের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন পাষণ্ড বাবা

দুই মাস বয়সী নিষ্পাপ শিশু ইনায়া রহমান ঘুমিয়ে ছিল মায়ের পাশে। কিছুক্ষণ পরই তার নিথর, রক্তাক্ত দেহ পড়ে থাকে বাথরুমে। পাশে পড়ে ছিলেন তার বাবা আতিকুর রহমান, গলায় গভীর ক্ষত নিয়ে।

সিএনজিচালিত অটোরিকশা চালক আতিকুর নিজেই বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন নিজের মেয়েকে। পরে আত্মহত্যার চেষ্টাও করেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বেডে তিনি জানালেন—‘মাথা ব্যথায় হঠাৎ কী হয়েছিল, বুঝতে পারিনি।’


বিজ্ঞাপন


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার বিকেলে মেজরটিলায় আতিকুর রহমানের ভাড়া বাসা থেকে শিশু ইনায়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে গলায় জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আতিকুরকে। 

পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকালে আতিকুর রহমান পুলিশকে বলেন, সেদিন মাথাব্যথার কারণে হঠাৎ কী হয়েছিল বুঝতে পারেননি।

তিনি আরও জানান, আতিকুরের জবানবন্দি, তার স্ত্রীর বক্তব্যসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, আতিকুরই নিজ সন্তানকে হত্যা করেছেন। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বঁটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানায় হত্যা মামলা হবে।


বিজ্ঞাপন


নিহত শিশুর মা ঝুমা বেগম বলেন, সেদিন দুপুরে তিনজনই ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে ঝুমা দেখেন, তাঁর স্বামী বঁটি দিয়ে নিজের গলা কাটছেন। আর পাশে মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

ঝুমার বোন নাজমা বেগম বলেন, ‘আমার বোন ফোনে চিৎকার দিয়ে বলে, মেয়েকে জবাই করে আতিকুর নিজের গলা কাটছে। এর পর আমরা সবাই দৌড়ে সেখানে যাই।’

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান ডা. নুরুল হুদা নাঈম বলেন, আতিকুর রহমানের গলার আঘাত বেশ বড়। তার শ্বাসনালি অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি আমাদের পর্যবেক্ষণে আছেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর