সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স সন্দেহে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স সন্দেহে যুবককে কুপিয়ে হত্যা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স সন্দেহে মিজানুর রহমান (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। 

শুক্রবার (২৭ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


নিহত মিজানুর রহমান নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেবুতলী গ্রামের বাসিন্দা আবদুস শুক্কুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে লেবুতলীতে ‘আলী আকবর বাহিনীর’ সেকেন্ড-ইন-কমান্ড আবদুর রহিম পেছন থেকে এসে ধারালো দা দিয়ে মিজানুরকে আঘাত করে। পরে কয়েকজন মিলে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। হামলার সময় তারা চিৎকার করে বলে, "আমাদের আটটি অস্ত্র দেখিয়ে দিয়েছিস, এবার তোকে বাঁচতে দেব না।"

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, গত সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর এক অভিযানে আটটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। সেই অভিযানে সহায়তাকারী হিসেবে সন্দেহ করা হয় মিজানুরকে। তিনি আনসার ভিডিপির সদস্য ছিলেন বলেও জানান তারা।


বিজ্ঞাপন


দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. এমরান ঢাকা মেইলকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মিজানুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হওয়ার কারণে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হলে - সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার সকালে মারা যান মিজানুর। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।”

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর