সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

জেলা প্রতিনিধি, জয়পুরহাট 
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

জয়পুরহাটে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ জুন) বিকেলে ছাত্রদল ও যুবদলের আয়োজনে জয়পুরহাট সরকারি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।

ফাইনাল খেলায় ছাত্রদল একাদশ ১-০ গোলে যুবদল ফুটবল একাদশকে পরাজিত করে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল তারা। কেন্দ্র থেকে ঘোষণা আসছে যে প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন


এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম বুলেট, যুবদল নেতা সোহাগ উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর