সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিয়ে প্রেমিকার আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিয়ে প্রেমিকার আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার

রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক প্রেমিকা। 

শুক্রবার (২৭ জুন) ভোররাতে নগরীর হেতেমখা এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। 


বিজ্ঞাপন


আরএমপির বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত প্রেমিকার নাম ইশরাত জাহান হাসি (২১)। তিনি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। 

গ্রেফতার প্রেমিকের নাম নাহিদ ইসলাম (২২)। তিনি রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাদের দু’জনেরই বাসা নাটোরে।

স্থানীয়রা জানান, আগে থেকে তাদের প্রেমের সম্পর্ক ছিল। মাঝেমধ্যে মেসের সামনে আসতেন নাহিদ। রাতে তাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন প্রেমিকা ইশরাত। সকালে তার লাশ উদ্ধার করা হয়। তখন ওই মেসের সামনেই ছিলেন নাহিদ। এ সময় সেখান থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। 


বিজ্ঞাপন


বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করা হয়েছে। এ মামলায় নাহিদকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর