সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ার রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

বিপুল উৎসাহ, উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মবাড়িয়ায় সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ জুন) বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর আয়োজনে জেলা শহরের মধ্যপাড়া শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 


বিজ্ঞাপন


র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে এসে শেষ হয়। র‌্যালিতে সনাতন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

রথযাত্রা সর্ম্পকে ভক্তরা জানান, এই রথযাত্রার মধ্য দিয়ে জাতি-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক ও সম্প্রতির বার্তা ছড়িয়ে দিতে চাই। এছাড়া সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে হবে। 

রথযাত্রায় জগতের অসহিষ্ণুতা বন্ধ করার পাশাপাশি সবার জন্য শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষ হবে।

র‍্যালিতে অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী দীপ্তি সাহা, তমা বণিক, ব্রজেশ দাস, লিটন পাল জানান, নিজের পরিবার এবং আত্মীয়-স্বজনসহ দেশবাসীর কল্যাণ কামনায় এবং পুণ্য লাভের আশায় তারা রথের র‍্যালিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিশেষ প্রার্থনা করেন।


বিজ্ঞাপন


রথযাত্রা র‌্যালি শেষে আয়োজকদের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া ইসকনের সভাপতি রত্নেশ্বর দাস ব্রহ্মচারী বলেন, এই রথযাত্রা সারাবিশ্বের সম্প্রতি ও ভালোবাসার বার্তা বহন করছে। এই রথযাত্রায় জাতি-বর্ণ নির্বিশেষে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, রথযাত্রা উৎসব উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর