মেহেরপুরের গাংনীতে একটি বিদেশি পিস্তল (একটি ম্যাগাজিন), তিনটি ককটেলসহ জাফর আহমেদ (৪৩) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
শুক্রবার (২৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামের নিজ বাড়ি থেকে পিস্তল ও ককটেলসহ তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
বিকেল ৩টার দিকে গাংনী আর্মি ক্যাম্প বিষয়টি নিশ্চিত করে।
আটক জাফর আহমেদ রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও এলাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের নেতৃত্বে শুক্রবার (২৭ জুন) ভোরবেলায় এলাঙ্গী গ্রামে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ অভিযানে জাফর আহমেদের বাড়ির ভেতরে ও বাইরে সম্পূর্ণ তল্লাশি চালানো হয়। বাড়ির ভেতরে কিছু পাওয়া না গেলেও বাড়ির আঙিনা সংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি ককটেল উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে গাংনী আর্মি ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

